তড়িৎ মিত্র

জীবন্ত নাগরিক 

তড়িৎ মিত্র

ছবিঃ তড়িৎ মিত্র


পর্দা সরিয়ে আমি দেখে নিচ্ছি তাদের, যারা সভ্যতার খুব কাছাকাছি বসে আছে। তাদের প্রত্যেকের খুব হাসি হাসি মুখ।তবে তারা যে দাঁত মাজেন না সেটা এখান থেকে স্পষ্ট দেখা যাচ্ছে। একটা কথা কিন্তু আমাকে স্বীকার করতেই হবে তারা সবাই যথেষ্ট পরিশ্রমী এবং ধৈর্যশীল। তারা প্রত্যেকেই পূর্ণ বীর্য পুরুষ এবং পবিত্র গর্ভাধানসম্পন্ন ভরা পেটের রমনী। তারা প্রায় সবাই দেদার বাচ্চা বিয়োতে মধুর পারদর্শী।  তাদের মধ্যে আবার ত্যামন অনেকে আছেন যারা কুকুরের মতো কানখাড়া দার্শনিক। তারাই সেই সভ্যতার জমাট মালিক।

অন্যেরা খুব কৃপাশীল জীবন্ত নাগরিক।


১৮ই জানুয়ারী, ২০১৮  বিকেল ৬:৫৫


[ ছবি ও শব্দ তড়িৎ মিত্রের 'নির্বাসিত স্বাধীনতা' থেকে ]

পাঠকের মতামতঃ